প্রত্যাশিত মেয়াদী বীমা (পাঁচ কিস্তি) |
সুবিধাসমূহ :-
১. বীমা মেয়াদের মধ্যে দফায় দফায় টাকা প্রাপ্তির কারণে বীমা গ্রাহক আর্থিক প্রয়োজনে যেমন সন্তানের উচ্চশিক্ষা, বিবাহের খরচ এবং জমি /ফ্ল্যাট ক্রয় ইত্যাদি খাতে মুহুর্তেই অর্থের যোগান দিতে পারেন। ২. মেয়াদের ১/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ১০% (দশ শতাংশ) প্রদান করা হয়। ৩. মেয়াদের ২/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ১৫% (পনের শতাংশ) প্রদান করা হয়। ৪. মেয়াদের ৩/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ২০% (বিশ শতাংশ) প্রদান করা হয়। ৫. মেয়াদের ৪/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ২৫% (পঁচিশ শতাংশ) প্রদান করা হয়। ৬. মেয়াদ শেষে অবশিষ্ট্য ৩০% (ত্রিশ শতাংশ) অর্জিত বোনাসসহ প্রদান করা হয়। |