প্রত্যাশিত মেয়াদী বীমা (পাঁচ কিস্তি) 
 
সুবিধাসমূহ :- 

১. বীমা মেয়াদের মধ্যে দফায় দফায় টাকা প্রাপ্তির কারণে বীমা গ্রাহক আর্থিক প্রয়োজনে  যেমন  সন্তানের উচ্চশিক্ষা, বিবাহের খরচ এবং জমি /ফ্ল্যাট ক্রয় ইত্যাদি খাতে মুহুর্তেই অর্থের  যোগান দিতে পারেন।

২. মেয়াদের ১/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ১০% (দশ শতাংশ) প্রদান করা হয়।

৩. মেয়াদের ২/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ১৫% (পনের শতাংশ) প্রদান করা হয়।

৪. মেয়াদের ৩/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ২০% (বিশ শতাংশ) প্রদান করা হয়।

৫. মেয়াদের ৪/৫ কাল অতিবাহিত হওয়ার পর বীমা অংকের ২৫% (পঁচিশ শতাংশ) প্রদান করা হয়।

৬. মেয়াদ শেষে অবশিষ্ট্য ৩০% (ত্রিশ শতাংশ) অর্জিত বোনাসসহ প্রদান করা হয়।
 

 


Log In
Policy Holder Login Organizer Login Employee Login
আপনার যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- HOTLINE: +8809678171717/ +8802-9587734-37/- Website is Renovated.